শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার হরিসভা অনুষ্ঠিত
সিলেট শহরের মাছুদিঘীর পাড়স্থ শ্রী শ্রী গোবিন্দ জিউ ও শ্রীমন মহাপ্রভুর আখড়ার পরিচালনার দায়িত্বে থাকা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার বিশেষ সাপ্তাহিক হরিসভা গত শুক্রবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সন্ধ্যারতি কীর্তন এবং শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত পাঠ পরিবেশন করেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার সদস্যবৃন্দ।
মন্দিরের প্রতিষ্ঠাতা সেবায়েত পক্ষ এবং শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার মধ্যে সম্পাদিত চুক্তি এবং চুক্তিবলে গঠিত মন্দির পরিচালনা ও উপদেষ্টা কমিটি বহাল বলে বিবেচিত হওয়ায় আনন্দ উদযাপনের জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উক্ত বিশেষ হরিসভার আয়োজন করেন। হরিসভায় সন্ধ্যারতি কীর্তন পরিবেশন করেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার সদস্য শ্রী ঝুটন দাস এবং শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ পরিবেশন করেন সদস্য শ্রী জিষ্ণু কুমার দাস। মন্দির পরিচালনা কমিটির বর্তমান সম্পাদক এড. রঞ্জন ঘোষ বলেন, এরকম আনন্দের সাথে ভক্তিপূর্ণ হৃদয়ে যাতে ভগবানকে আরাধনা করা যায় তবেই তো মন্দিরের স্বার্থকতা। আমরা এই আনন্দ আরও অনেক গুণ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব। হরিসভা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি