শিল্প উদ্যোক্তা আতাউল করিমের মায়ের ইন্তেকাল
সিলেট চেম্বারের শোক
রয়েল ভিউ ডেস্ক : সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা, লালদিঘীরপাড়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বকর মার্চেন্ট এর সহধর্মিণী জাহানারা বেগম (৭০) আর নেই।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্রপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারপ্রাপ্ত, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম সেলিম (সিআইপি) এবং চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণিপেশার বহু মুসল্লি অংশ নেন।
সিলেট চেম্বারের শোক প্রকাশ
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও এবিএম ওয়াটার কোম্পানির কর্ণধার এ কে এম আতাউল করিম (সিআইপি) এর মাতা জাহানারা বেগমের ইন্তেকালে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ সভাপতি মোঃ আতিক হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।