সাংবাদিক রশিদ হেলালী ছিলেন আলোকিত জৈন্তা গড়ার স্বপ্নদ্রষ্টা’

সাংবাদিক রশিদ হেলালী ছিলেন আলোকিত জৈন্তা গড়ার স্বপ্নদ্রষ্টা’


রয়েল ভিউ ডেস্ক : জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, মরে গেলেও তাঁরকর্মের মাধ্যমে মানুষ আজীবন বেঁেচ থাকে। রশিদ হেলালী ছিলেন আলোকিত জৈন্তা গড়ার স্বপ্নদ্রষ্টা। সমাজে তার মতো মানুষের বড়ই প্রয়োজন। তিনি বলেন, আমরা সবাই রশিদ হেলালীর মতো হয়ে গেলে সমাজ পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র।মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষানুরাগী, সমাজসেবী একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী’র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম, স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ। 
কলেজের ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সহকারী অধ্যাপক আবুল খায়ের, মাসুক আহমদ, খসরু নোমান, নন্দন দত্ত, এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, নুরুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক রশিদ হেলালী পিছিয়ে পড়া জৈন্তার শিক্ষার উন্নয়নে যে অবদান রেখে গেছেন, তার অবদান জৈন্তার মানুষ চিরদিন স্মরণ রাখবে। তিনি ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, কারিগরী কলেজ, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট, আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁর মৃত্যুতে জৈন্তিয়াবাসী একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছে। অনুষ্ঠানের শেষে মরহুমের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।