সিলেটের পাত্র সম্প্রদায় যুগ যুগ ধরে অনগ্রসর রয়ে গেছে -------- সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার

সিলেটের পাত্র সম্প্রদায় যুগ যুগ ধরে অনগ্রসর রয়ে গেছে -------- সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার

রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতি টিলায় সিলেট বিবেকের অনুদান প্রদান

শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতিটিলার মন্দির নির্মাণে আমেরিকা প্রবাসী, সিলেট বিবেকের দাতা সদস্য শ্রীরামকৃষ্ণ ভক্ত মিতালী চক্রবত্তী মিত্রার পক্ষ থেকে মানব সেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’ এর উদ্যোগে ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় সেনাপতিটিলা মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্র।
সিলেট বিবেক এর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেন, সিলেটের আদিবাসী পাত্র সম্প্রদায় যুগ যুগ ধরে অনগ্রসর রয়ে গেছে। তাঁদের জীবন মান উন্নয়নকল্পে রাষ্ট্র তথা সমাজচিন্তকদের সুদৃষ্টি কামনা করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিবেকের মহিলা বিষয়ক সম্পাদিকা, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শীলা চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী প্রদীপ দে। বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, স্বপন পাল চৌধুরী, রমা কান্ত গুপ্ত রূপু প্রমুখ।
মন্দির নির্মাণে আমেরিকা থেকে আরো যাঁরা সহযোগিতা করেছেন তাঁরা হচ্ছেন- প্রশান্ত দে, প্রমিত দে, রঞ্জিত দে, শাশ্বতী হালদার, সন্দীপ্ত হালদার, কামনাশীষ দেবনাথ, মীনাক্ষী নাথ, সাধনা চক্রবর্তী, প্রবীর রায়, শিপ্রা রায়, আদিজা চক্রবর্তী স্নেহা, লন্ডন থেকে বিবেকানন্দ অনুরাগী গৌরীশ রায়, সিলেটের ব্যবসায়ী নীলেন্দু চৌধুরী, শিক্ষয়িত্রী সুপ্রভা সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও শিশুদের মধ্যে আইসক্রীম ও নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি