সিলেট মহানগর ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত
‘দেশের সিংহভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি তোয়াক্কা না করে একতরফাভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের দিকে অগ্রসর হলে দেশে আরো সংকট বাড়বে। বিরোধী দলসমূহের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে সংকট ও সমস্যার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মহানগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর নিয়মিত মাসিক কার্যনির্বাহী বৈঠকে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বঠকে উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব হাফিজ মাওলানা আসআদ উদ্দীন, মাওলানা আব্বাস উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, রফিকুল ইসলাম রনি, জাবেদ আহমদ, মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক বুরহান উদ্দিন, মোঃ নুরুজ্জামান আহমদ, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মাঈন উদ্দীন, হাফেজ মুহসিন আহমদ, মনির হোসাইন, আলহাজ আব্দুল বারী, মাওলানা ক্বারি মুহিবুর রহমান রনি, মোঃ আব্দুল আহাদ, মোঃ জাকির হোসাইন, আব্দুল জাহের, আরিফ রহমান, আল আমিন, হামজা প্রমুখ। বিজ্ঞপ্তি।