অক্টোবর সার্ভিস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট  সুরমা’র র‌্যালি

অক্টোবর সার্ভিস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট  সুরমা’র র‌্যালি

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি গত শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লায়ন্স শিশু হাসপাতালে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে ডিস্ট্রিক ৩১৫’র গভর্নর লুৎফুর রহমান এমজিএফ উপস্থিত ছিলেন। 

র‌্যালিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী, ডাইরেক্টর লায়ন নাজনিন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন বিলকিস নূর, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাবিনা সুলতানা, ক্লাব সেক্রেটারী লায়ন সানজিদা খানম, ট্রেজারার লায়ন শ্যামলী দাশ, লায়ন সেলিনা বাছিত, লায়ন শামিমা আক্তার ঝিনু, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।

ডিস্ট্রিক গভর্নর লুৎফুর রহমান এমজিএফ বলেন, মানুষের সেবা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা সর্বদা দেশ-জাতি ও সমাজ উপকৃত হয় এমন কাজে নিয়োজিত থাকেন তারাই উপকৃত দেশ প্রেমিক। তিনি বলেন, দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে তাদের স্বাবলম্বী করতে লায়ন্স ক্লাবগুলো প্রতিষ্ঠানলগ্ন থেকে সুনামের সাথে কাজ করছে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ লায়ন্স ক্লাব বহিবিশে^ সুপরিচিত হয়েছে। তিনি মানব সেবায় সকল লায়নদেরকে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি