অভিষেকেই সেঞ্চুরি ছোঁয়ার আক্ষেপ হৃদয়ের

অভিষেকেই সেঞ্চুরি ছোঁয়ার আক্ষেপ হৃদয়ের

জাতীয় দলের জার্সি গায়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ফিফটি করে সেই অভিষেক তো স্মরণীয় করেছেনই, সুযোগ ছিলো তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে উপলক্ষ্যটা আরেকটু বেশি রাঙ্গিয়ে তোলা। তবে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতেই ফিরতে হয়েছে হৃদয়কে। ৮৫ বলে ৯২ রানের ঝলমলে এক ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে সাজঘরে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতে বেশ বিপাকেই পড়ে টাইগার বাহিনী। সেখান থেকে সাকিবের সঙ্গে জুটি গড়ে দলকে বিপদের হাত থেকে বাঁচান হৃদয়।

টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে আগেই। তবে ওয়নাডেতে আজই প্রথম বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেন হৃদয়। আরে নেমেই গড়ে ফেললেন এক রেকর্ড বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে ফিফটি করা মাত্র তৃতীয়ন ক্রিকেটার হয়ে গেলেন হৃদয়। সেঞ্চুরি হয়ে গেলে ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার হতেন এই ব্যাটার।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে নিয়ে গেছেন বড় রানের দিকে। ৫৫ বলে তুলে নেন নিজের হাফ-সেঞ্চুরি। ফিফটির আগে কিছুটা ধীরগতির হলেও ফিফটির পর হাত খুলেছিলেন হৃদয়। শেষমেশ ৮৫ বলে ৯২ রান করে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড নিয়ে মাঠ ছাড়লেন হৃদয়। গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন এই তরুণ ব্যাটার।