অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ

অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ

রয়েল ভিউ ডেস্ক:
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি)। স্থানীয় সময় বৃহস্পতিবার ৭৫ বছর বয়সী এ নেত্রীকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। এ ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ করেছে কংগ্রেসকর্মীরা। খবর এনডিটিভি। 

নাম প্রকাশ না শর্তে ইডির এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি বলছে, আগামী কয়েকদিনের মধ্যে সোনিয়া গান্ধীকে আরো এক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একজন নারী অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল কংগ্রেস নেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাকে প্রায় ৫০ টি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।এদিন দুপুরে জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তাসহ সোনিয়া ছেলে রাহুল আর মেয়ে প্রিয়াংকাকে নিয়ে ইডির কার্যালয়ে হাজির হন সোনিয়া। তার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে প্রিয়াংকাকে জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে দূরে একটি ভবনে থাকার অনুমতি দেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বিকালের আগেই সোনিয়া গান্ধী ওই কার্যালয় ছাড়েন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে, অর্থপাচার মামলায় রাহুলের পর সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অ্যাখ্যা দিয়েছে কংগ্রেস। দলীয় প্রধানের সমর্থনে দেশজুড়ে তাদের বিক্ষোভ থেকে একাধিক নেতাকে গ্রেপ্তারেরও খবর পাওয়া গিয়েছে।দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানও ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এছাড়া পার্লামেন্টের ভেতরেও কংগ্রেস নেতারা ‘ইডির অপব্যবহার বন্ধ করো’ ব্যানার নিয়ে মিছিল করেছেন।

এ মামলায় গত ৮ জুন সোনিয়াকে ইডির দপ্তরে তলব করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। পরে ২৩ জুন তাকে তলব করা হলেও, পরে তা আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।