অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের

রয়েল ভিউ ডেস্ক: ভারত বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে এসে প্রথমবারের মতো দলীয় সংগ্রহ তিন শ’ পার করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে লক্ষ্য দিয়েছিল ৩০৭ রানের। তবে ব্যাটিং সহায়ক উইকেটে বোলাররা সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে ঝড় তোলেন মিচেল মার্শ. তার ক্যারিয়ার সেরা ১৭৭ রানের ইনিংসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনেক আগেই ছিটকে পড়েছিল। তবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য শ্রীলংকাকে হারিয়ে সেরা আটের সমীকরণ আগেই সহজ করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

তবে ৮ উইকেটের হারের পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা থাকছে। আজ ভারতের বিপক্ষে  নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ। পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা। রান তাড়ায় নামা অজিদের ইনিংসে শুরুতে ধাক্কা দেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসার ফেরান ১০ রান করা ট্রেভিস হেডকে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার কাছে চলে যায়। ডেভিড ওয়ার্নের সঙ্গে ১২০ রানের জুটি মার্শের। ফিফটি করে ওয়ার্নার ৫৩ রানে আউট হলেও বেগ পেতে হয়নি অজিদের। স্টিভ স্মিথের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মার্শ। পরে দুজন অবিচ্ছেদ্য ১৭৫ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৩২ বল হাতে রেখে পাওয়া জয়ে মার্শ অপরাজিত থাকেন ১৭৭ রানে। ১৩২ বলের ইনিংসটি সাজান ১৭টি চার ও ৯টি ছয়ের মারে। স্মিথ অপরাজিত থাকেন ৬৩ রানে। তাসকিন ও মুস্তাফিজ একটি করে উইকেট  নেন।