অস্পৃর্শতা দূর করে সমন্বিত হিন্দু  সমাজ প্রতিষ্ঠাই মূল লক্ষ -------- রতন চন্দ্র পাল ভৌমিক

অস্পৃর্শতা দূর করে সমন্বিত হিন্দু  সমাজ প্রতিষ্ঠাই মূল লক্ষ -------- রতন চন্দ্র পাল ভৌমিক

জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের সভা 

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল ভৌমিক বলেছেন, সমাজের অস্পৃশ্যতা দূর করে একটি সমন্বিত হিন্দু সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ।

গত শুক্রবার বেলা ১১টায় মণিপুরী রাজবাড়ীস্থ শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় পরিষদের পক্ষে সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষিরোদ চন্দ্র বর্মন তপু, সাংগঠনিক সম্পাদক গৌর মোহন দাস, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, কেন্দ্রীয় সদস্য এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, সুশেন্দ্র চন্দ্র নমঃ খোকন। 
লেখক গোপেশ চন্দ্র সূত্রধরের পবিত্র গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অব. ব্যাংকার অমৃত চৌধুরী, নিরঞ্জন চন্দ্র চন্দ, নিধির রঞ্জন সূত্রধর, অসিত কুমার সূত্রধর, ব্যাংকার অরুন কুমার বিশ্বাস, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, ডাঃ বিমল সরকার প্রমুখ। 
সভায় শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ কমিটিসমূহ পুনর্গঠন করার লক্ষ্যে সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি