পূজা পরিষদ কোতোয়ালি থানা সস্মেলন অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সমঅধিকার নিশ্চিত করার আহবান

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সমঅধিকার নিশ্চিত করার আহবান

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত কোতোয়ালি থানা সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, একটি উন্নত অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষ লড়াই করেছে। বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে, সমঅধিকার নিশ্চিত না হলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হয়ে উঠবে না।

শুক্রবার বিকাল চারটায় বন্দর বাজার ব্রহ্ম মন্দির হলরুমে কোতোয়ালি থানা সম্মেলনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
 
মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেট এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্মেলন উদ্বোধন করেন মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সমাজসেবী বিনীত কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগর কমিটির সহসভাপতি মলয় পুরকায়স্থ, চন্দন সাহা,প্রদীপ কুমার দেব, নির্মল সিনহা,শ্যামল কান্তি ধর, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এডভোকেট দীলিপ কুমার দাশ চৌধুরী, নিম্বার্ক আশ্রম পরিচালনা কমিটির রণবীর চক্রবর্তী হারান, মিরাবাজার বলরাম জীউড় আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে,সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, শিক্ষা ও গবেষণা সম্পাদক জি ডি রুমু,ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক রামেন্দ্র সিংহ বাপ্পা,সদস্য বাবুল দেব,জয়দ্বীপ দাস সুজক, যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব,সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধি বীরেশ মল্লিক,উত্তম সরকার, নারায়ণ পুরকায়স্থ ফনি, রতন দে, অরবিন্দ দাশগুপ্ত, মিন্টু বৈদ্য প্রমুখ। 

সম্মেলনে বিষয় নির্ধারণী কমিটির সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য অরবিন্দু দাশ গুপ্তকে সভাপতি ও উত্তম ঘোষকে সাধারণ সম্পাদক করে কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়। 
সম্মেলনে মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ, কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত সকল সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি