আইনের উদ্দেশ্যই হল সফলতা ও স্বার্থকতার মাধ্যমে সুবিচার নিশ্চত করা: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

আইনের উদ্দেশ্যই হল সফলতা ও স্বার্থকতার মাধ্যমে সুবিচার নিশ্চত করা: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

রয়েল ভিউ ডেস্ক:
বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী মহোদয় বলেছেন একজন বিচারক ক্রিকেটের আম্পায়ারের মত কাজ করেন। ঠিক তেমনী একজন আইনজীবীও তার কাঙ্গিত ফলাফল লাভের জন্য শুনানীতে অংশগ্রহণ করেন। এভাবে বিচারক ও দক্ষ আইনজীবীর মাধ্যমেই গড়ে উঠে শক্তিশালী বিচার ব্যবস্থা। আইনের উদ্দেশ্যই হল সফলতা ও স্বার্থকতার মাধ্যমে সুবিচার নিশ্চত করা। তাই আইনের শাসন নিশ্চিত করতে হলে বিচারক ও আইনজীবীকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এর সুফল ভোগ করবে বিচার প্রার্থী জনগণ। সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হকের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট শাবানা ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিলেটের বিজ্ঞ জি.পি. মোঃ রাজ উদ্দিন এডভোকেট, সিলেটের বিজ্ঞ পি.পি. মোঃ নিজাম উদ্দিন এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ পি.পি. নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট, সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী এডভোকেট, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, এ.কে.এম. শমিউল আলম এডভোকেট ও এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের সহকারী এটর্নি জেনারেল মোঃ হুমাইয়ুন কবীর (বাবুল) এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট ও মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট। 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সমাজ বিষয়ক সম্পাদক হুসাইনুর রহমান লায়েছ এডভোকেট। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক ও বিজ্ঞ সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এবং সম্মাননা স্মারক প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক ও বিজ্ঞ সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এবং যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেট। 

স্মারক প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এডভোকেট ও সৈয়দ কাওছার আহমদ এডভোকেট এবং চৌধুরী আতাউর রহমান আযাদ এডভোকেট ও বদরুল ইসলাম এডভোকেট। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-০১ মোঃ এখলাছুর রহমান এডভোকেট, সহ সভাপতি-০২ হাদিয়া চৌধুরী মুন্নী এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল মিয়া এডভোকেট, লাইব্রেরী সম্পাদক এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব) এডভোকেট, সহ-সম্পাদক আরিফ আহমদ এডভোকেট, গোলজার হোসেন খোকন এডভোকেট ও মোঃ সাদিদুর রহমান (রিপন) এডভোকেট, সদস্য আব্দুল গফফার এডভোকেট, মোঃ আখতার হোসেন খান এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট, আব্দুল মালিক এডভোকেট প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দিলোয়ার আল্-আজহার এডভোকেট, জোবায়ের বখ্ত জোবের এডভোকেট। 
এছাড়াও অনুষ্ঠানে আইনজীবী সমিতির দুইশতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।