আছিরগঞ্জে ‘ইব্রাহিম আলী স্মৃতি  মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত

আছিরগঞ্জে ‘ইব্রাহিম আলী স্মৃতি  মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত

বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে তৃতীয় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এবার বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ১০টি উচ্চ বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ জাহিদ হোসাইন,

বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম, আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, তিলাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফায়দুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুমিত, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেড আছিরগঞ্জ বাজার ব্রাঞ্চের ম্যানেজার আরাফ মহসিন চৌধুরী, আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা শাহিদ আহমদ, স্থানীয় মুরুব্বি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় বক্তারা বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও পৃষ্ঠাপোষক কামরুল আলম দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।