আজ রাতে পিএসজি-রিয়ালের মহারণ

আজ রাতে পিএসজি-রিয়ালের মহারণ

ডেস্ক রিপোর্ট:
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দিয়ে নতুন বছরে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল)। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে তারকা সমৃদ্ধ দুই দল। এদিকে পর্তুগালের স্পোর্তিংয়ের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টায় হবে মাঠে গড়াবে এই চার দলের খেলা। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি নেটওয়ার্ক।

প্রযুক্তিগত ত্রুটির কারণে দুইবার হয়েছিল এই পর্বের ড্র। আর দ্বিতীয় ড্রয়ের পর ইউরোপের দুই জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হয়। যদিও পুরো ড্র নতুন করে শুরু করার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল রিয়াল। ওসব এখন পুরোনো। ড্র মেনে নিয়েই রাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল।

রাতে পিএসজি-রিয়ালের মহারণ২০১৭-১৮ মৌসুমে এই পর্যায়ের ম্যাচে রিয়ালের কাছে হেরেছিল পিএসজি। এবার সেই বদলা নেওয়ার পালা। তাহলেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের একমাত্র অধরা স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে পিএসজি।

এই স্বপ্ন নিয়েই তো লিওনেল মেসিকে গত আগস্টে বার্সেলোনা থেকে উড়িয়ে এনেছিল পিএসজি। দলটির জার্সিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন সাত গোল, তার মধ্যে পাঁচটিই চ্যাম্পিয়নস লিগে। বোঝা যাচ্ছে, ইউরোপ সেরার প্রতিযোগিতায় বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

পিএসজির জন্য দারুণ ব্যাপার হতে পারে আক্রমণভাগে নেইমারের ফেরা। গোড়ালির চোটে দুই মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালের কঠিন পরীক্ষা নেবে কিলিয়ান এমবাপ্পে ও মেসির সঙ্গে নেইমারকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ।

এদিকে মাদ্রিদ ক্লাবের জন্য বড় ধাক্কা হতে পারে করিম বেনজেমার অনুপস্থিতি। যদিও তাদের আশা, ম্যাচের শুরু থেকেই খেলতে পারবেন ফর্মের তুঙ্গে থাকা ফ্রেঞ্চ স্টাইকার। হ্যামস্ট্রিং চোটে গত দুটি ম্যাচে ছিলেন না তিনি। এই মৌসুমে ২৪ গোল তার নামের পাশে। তাই প্রথম লেগে তাকে ফিরে পেতে মরিয়া রিয়াল।