আত্ম-অহংবোধ ভুলে সুখী ও সমৃদ্ধিশালী  মাসই হলো মাহে রমজান

আত্ম-অহংবোধ ভুলে সুখী ও সমৃদ্ধিশালী  মাসই হলো মাহে রমজান

স্টাফ রিপোর্টার : মাহে রমজানের শুরু থেকে নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পৃথক আয়োজনে বক্তারা বলেছেন, মাহে রমজান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে  সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। এ মাসে প্রতিটি ভালো কাজই কল্যাণ ও মঙ্গলের।

সদর উপজেলা বিএনপি : বিদ্যুৎ, গ্যাসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে  সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কুমারগাওঁ তেমুখী পয়েন্ট সংলগ্ন এলাকায় গত সোমবার অবস্থান কর্মসূচি শেষে স্থানীয় কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং সাংগঠনিক সম্পাদক আকবর আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি একে এম তারেক কালাম, আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, সহ সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খাঁন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন মেম্বার, মো. ওয়ারিছ আলী, আহমদ আলী, রফিকুল ইসলাম, এম এ রহিম, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জৈন উদ্দিন মেম্বার,  মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকেল মুর্শেদ, জেলা ছাত্রদের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির, আজিজ খাঁন সজিব, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক আইনুল হক মেম্বার,  সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠন নেতা খবির উদ্দিন আহমদ নুনু, নজরুল ইসলাম, ফখর উদ্দিন, আলম, তৈয়বুর রহমান,  আক্তারুজ্জামান বছল, শফিক আলী, সাইদুল ইসলাম, জি এম কিবরিয়া, সাদিক আলী বাচ্চু প্রমুখ।
ধল উন্নয়ন সংসদ, সিলেট : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো: আব্দুল মান্নান খান বলেছেন, পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন আমল ও ইবাদতে মনোযোগী ও পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করে চলতে হবে। জীবনকে শৃঙ্খলা, আদর্শ তাক্বওয়ার মধ্যে জীবনকে সাজাতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহŸান জানান।
গত সোমবার বিকেলে দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ধল উন্নয়ন সংসদ সিলেটের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধল উন্নয়ন সংসদ সিলেটের সভাপতি আব্দুল্ল্যা আল হাদী (লোহানী) এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রসূন কান্তি রায় চৌধুরী পিকল’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ধল উন্নয়ন সংসদ সিলেটের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস, সিলেট জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট শামসুল ইসলাম ইসলাম, ধল উন্নয়ন সংসদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য অমর চাঁদ দাশ (বকু), বিশিষ্ট সমাজসেবী ও ছাত্রনেতা আবুল বায়েছ, সাংবাদিক খালেদ মিয়া, এডভোকেট মির্জা হোসেন, প্রফেসর রিংক তালুকদার, প্রসেন কান্তি চক্রবর্তী প্রনয়, প্রচার সম্পাদক আলী আকতার, রাফসান আলী আহমদ, তাপস সূত্রধর প্রমুখ। 
সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ : সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আম্বরখানাস্থ হোটেল পলাশ কনভেনশনের হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে ও পরিষদের ধর্ম সম্পাদক আফিজুল ইসলাম হাফিজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাউশী পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ চৌধুরী, এডভোকেট শা মছুল ইসলাম, এডভোকেট তাহির আহমদ চৌধুরী পাভেল, এডভোকেট খোরশেদ আলম, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধ্যক্ষ সিফত আলী, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ গোলাম রাব্বানী, পুলিশ ইনচার্জ পীযুষকান্তি, শেখ আব্দুল লতিফ, তাপস রঞ্জন তালুকদার, মো. মাসুক মিয়া, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার আব্দুল হাই, শফিকুল ইসলাম চৌধুরী টিটু, সঞ্জয় চৌধুরী, সোহায়েল আহমদ চৌধুরীসহ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অনেক গুণীজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশীদ কাসেমী।
৫নম্বর ওয়ার্ড বিএনপি : ৫নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর নুরে আলা কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আন্দোলনে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 
৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল ওয়াছেহ চৌধুরী জুবের, সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা কামরুল হাসান শাহীন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সিলেট জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ শফি সাঈদ শাহেদ, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শুয়েব আহমদ, সহ সভাপতি মিছবাহ উদ্দিন, ইকবাল আহমদ, মামুন আহমদ মিন্টু, ফজলুর রহমান লখন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, মাহিন আহমদ, রায়হান আহমদ, শাকিল খান, খালেদ আকবর চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ সমু, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান মাছুম, শামিম বক্স, দপ্তর সম্পাদক বদরুল আলম, প্রচার সম্পাদক রায়হান আহমদ রাজু, ক্রীড়া জুবের আহমদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তাইয়ুম আলী কাইয়ুম, শ্রম বিষয়ক সম্পাদক রুহেল উদ্দিন, সহ যুব বিষয়ক সম্পাদক শামিম আহমদ, বিএনপি নেতা লায়েক আহমদ, আসাদ আহমদ, ৫নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক ময়নুল ইসলাম, ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সুলতান বক্স মনসুর, সাবেক সদস্য সচিব হৃদয় হাসান খোকন, সাদ্দাম আহমদ, মুন্না আহমদ, ৫নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন আহমদ। 
দ্য আর্থ অব অটোগ্রাফ : ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমদ।
পূবালী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার ম্যানেজার, রোটারিয়ান মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে ও দ্য আর্থ অব অটোগ্রাফ এর সম্পাদক ও ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র আল-ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেল, সাংবাদিক ও ছড়াকার দেবব্রত রায় দিপন, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয়ফুল আলম পারুল। 
ছড়াকার ফতহুল করিম হাসানের মহাগ্রন্থ আলকোরান তেলাওয়াত ও ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সুজাউল কবির শামীমের ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আলম আলমাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মিনা মিডিয়া এওয়ার্ড প্রাপ্ত তরুণ লেখক মুস্তাফিজ সৈয়দ। 
এছাড়া ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোনাইম হুসাইন, পিংকু চক্রবর্তী, ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক মিফতা হুসাইন, কবির আহমদ, পিঁপড়া সম্পাদক, গল্পকার মিনহাজ ফয়সল, শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসার গণিত শিক্ষক আবুল হুসাইন, উদ্দীপন একাডেমির শিক্ষক রাসেল আহমদ, এসকেটিএফ কোম্পানি লিমিটেডের কালেকশন অফিসার মো. রাসেল আহমদ, কবি কয়েস আহমদ মাহদি, ফ্রিল্যান্সার কাজী আদম, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, নিউ এমদাদিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মঈন উদ্দিন, কবি মকসুূদ আহমদ লাল, কবি জেনারুল ইসলাম, মাহবুব আলম, মোহাম্মদ মোজাম্মেল হক, শামরান আহমদ, জারিফ হাসান মাহির, হাবিবুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিল শেষে সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি, সিলেট লেখক পরিষদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস- প্রেসিডেন্ট মনোনীত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
৯নম্বর ওয়ার্ড বিএনপি : সিলেট নগরীর ৯নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বকসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
উপস্থিত ছিলেন ৮নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ১৯নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, ৯নম্বর ওয়াার্ড বিএনপি নেতা সানাউল হক সানা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, ওসমান গনি, জেলা যুবদলের আহŸায়ক কমিটির সাবেক সদস্য কয়েস আহমদ, জি এম বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহŸায়ক কামরান হোসেন হেলাল, ৯নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, ৯নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি এ কে এম ফজলুল হক, আজর আলী, ১ম যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, যুগ্ম সম্পাদক এস এম শাহজাহান, সুয়েব আহমদ চৌধুরী, সদস্য সাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আকবর আলি, জামিল বক্স, মহানগর যুবদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী, ফাহিম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কমিটির সদস্য গুলাম রব্বানী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভির আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুনিম লস্কর, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদনমোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, ৯নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল আহমদ, সহ কোষাধ্যক্ষ সম্পাদক জামাল আহমদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আবুল বাশার, সাব্বির আহমদ প্রমুখ। 
গোলাপগঞ্জ শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম গেদাই মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪ শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, সাবেক সভাপতি আব্দুল মুছাব্বির, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর জামিল চৌধুরী, উপজেলা যুগ্ম সম্পাদক এস এ রিপন, সাংগঠনিক সম্পাদক  রিপন আহমদ মাস্টার, সহ প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ। 
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাবের আহমদ, দপ্তর সম্পাদক শিপন আহমদ ও ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছালা উদ্দিন ও ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ প্রমুখ।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল : বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সিলেট জেলা বারের ২নম্বর হলে এই ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী। মাহফিলে দারসুল কুরআন পেশ করেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, সহকারী সেক্রেটারি এডভোকেট আজিম উদ্দিন ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম। 
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক-১ মো: সলমান উদ্দিন এডভোকেট, মো: সাইফুর রহমান এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক মো: আকমল হোসেন এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সাবেক নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান এডভোকেট, সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ মারুফ এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মতিউর রহমান এডভোকেট, জামিল আহমদ রাজু এডভোকেট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সেক্রেটারি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক জোহরা জেসমিন এডভোকেট, পেশাজীবী থানা সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ব্যারিস্টার মোজাক্কির হোসেন, আরিফ আহমদ এডভোকেট, সাদিকুর রহমান রিপন এডভোকেট, রবিউল ইসলাম এডভোকেট, সিরাজুল ইসলাম ফটিক এডভোকেট, সেলিম মোহাম্মদ আলী আজগর এডভোকেট, দেলোয়ার হোসেন শামীম এডভোকেট, রহমত আলী এডভোকেট, জুনেদ আহমদ এডভোকেট, আব্দুর রউফ মিলাদ এডভোকেট, তাহমিনুল ইসলাম খান এডভোকেট, সিরাজুল ইসলাম এডভোকেট, শাহেদ আহমদ এডভোকেট, আবুল কালাম এডভোকেট, সালেহ আহমদ এডভোকেট, মুমিনুজ্জামান এডভোকেট, দেলোয়ার হোসেন এডভোকেট, মোজাক্কির হোসেন এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, মোশতাক আহমদ এডভোকেট ও মোস্তাফিজুর রহমান এডভোকেট প্রমুখ। পরে মোনাজাত করেন জজ কোর্ট জামে মসজিদের মুয়াজ্জিন।
১৬ নম্বর ওয়ার্ড বিএনপি : রোজাদারদের মধ্যে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত সোমবার বাদ আছর নয়াসড়ক এলাকায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুলের আয়োজনে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, সাবেক আহবায়ক মো. সালেহ ইব্রাহীম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হান্নান, হায়দার আহমদ হারুন, মো. আবির আহমদ, শাহীন আহমদ, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, জুরেজ গুলজার, শাহীন আহমদ, সিলেট জেলা বিএনপি নেতা কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল, বিএনপি নেতা বাদল মিয়া, মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দীন, মো. আলী মুন্না, ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক সদস্য আব্দুল মালেক নাসের, ১৭ নম্বর  ওয়ার্ড যুবদল নেতা সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা লিয়াকত আলী ইমন, ১৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রুবেল আহমদ, জেবুল হুসেইন, আমির হুসেইন রনি, শাহীন আহমদ প্রমুখ।