আধা ঘণ্টায় শেষ ঈদযাত্রার  প্রথম দিনের রেলের টিকেট

আধা ঘণ্টায় শেষ ঈদযাত্রার  প্রথম দিনের রেলের টিকেট

রয়েল ভিউ ডেস্ক ঃ  ঈদুল আজহা সামনে রেখে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। 
গতকাল বুধবার সকাল ৮টায় ছাড়া হয় ঈদযাত্রার প্রথম দিনের টিকেট। এরপর ৩০ মিনিটেই শেষ হয়ে যায় সব টিকেট। অনেকে টিকেট না পেয়ে হতাশ হন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় টিকেট কম হওয়ায় সবাই পাননি।

জানা গেছে, সকাল ৮টায় দেওয়া রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকেট ৮টা ৩০ মিনিটে এবং দুপুর ১২টায় দেওয়া পূর্বাঞ্চলের টিকেট ১২টা ২০ মিনিটে শেষ হয়ে যায়। 
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, সকালে টিকেট ছাড়ার পর ৩০ মিনিটে সার্ভারে ৪০ লাখ বার হিট হয়েছে। কিন্তু ১৩ হাজার টিকেট ১৩ হাজারের বেশি মানুষ পাবেন না। এ কারণে কিছু সময়ের মধ্যেই সব টিকেট শেষ হয়ে গেছে। এর পরও পেমেন্ট জটিলতার কারণে কিছু টিকেট আরও ২০-২৫ মিনিট পর্যন্ত অ্যাপসে ছিল।

রেলওয়ে সূত্র জানায়, রেলের অ্যাপে প্রতি মিনিটে ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারে। এ ছাড়া প্রতি মিনিটে টিকেট বিক্রি করা যায় ৮ হাজার। 
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, সার্ভারের অতিরিক্ত চাপ সামলাতে এবার দুটি জোনে আলাদা শিফটে টিকেট দেওয়া হয়েছে। এতে হিটের সংখ্যা কমে আসায় সার্ভার ডাউনজনিত সমস্যা হয়নি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ঈদের মতো এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ২৪ জুন ভ্রমণের টিকেট ১৪ জুন, ২৫ জুনের টিকেট ১৫ জুন, ২৬ জুনের টিকেট ১৬ জুন, ২৭ জুনের টিকেট ১৭ জুন এবং ২৮ জুনের টিকেট ১৮ জুন বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের দিন চূড়ান্ত হওয়া সাপেক্ষে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ে টিকেট বিক্রি করা হবে।