আফগানিস্তানের কাবুলের স্কুলে ৩ বিস্ফোরণে বহু হতাহত

আফগানিস্তানের কাবুলের স্কুলে ৩ বিস্ফোরণে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের পশ্চিম কাবুলে দাশত-ই-বারচি পাড়ায় শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকার ছেলেদের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কাবুল পুলিশের মুখপাত্র খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজধানীর আব্দুর রহিম শহিদ উচ্চ বিদ্যালয়ে মাটিতে পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

এর আগে এক টুইট বার্তায় তিনি জানান, শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকার একটি বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই স্কুলটি আগেও সন্ত্রাসী সংগঠন আইএসআইএল (আইএসআইএস) এর হামলার হুমকিতে ছিল।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাসে আসার পরপরই ওই বিস্ফোরণ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি হাসপাতালের নার্স রয়টার্সকে বলেছেন, এই হামলায় অন্তত ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

তবে আল জাজিরা কোন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারেনি। এদিকে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

গত বছরের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতার ফিরে আসে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এখনো দেশটি থেকে বিদ্রোহের ঝুঁকি শেষ হয়নি। গত কয়েকমাসে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আফগানিস্তানে একাধিক হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

গত বছর মে মাসে দাশত-ই-বার্চিতে একটি স্কুলের কাছে হামলায় ছাত্রীসহ ৮৫ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন।