আবারও বাড়ছে সুরমা নদীর পানি

আবারও বাড়ছে সুরমা নদীর পানি

রয়েল ভিউ ডেস্ক :
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, আজ সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে ঢলের স্রোতে রোববার সন্ধ্যা থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ওখানকার এক স্থানীয় কৃষক নূর উদ্দিন জানান, ‘এই হাওরও অনেক ধান আছে আমরার ধান কাটা শেষ তবে এখনও শুনছি প্রায় ২০০ হেক্টরের উপরে জমিরা ধান এখনও কাটার বাকি রইছে।’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হুরামন্দিরা হাওরে এক হাজার হেক্টর জমি রয়েছে। আজকে পর্যন্ত ও এ হাওরে ৮০ ভাগ ধান কাটা শেষ, বাকিগুলো দ্রুত হারভেস্টার কাটার মেশিন দিয়ে কাটা হবে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সকাল ১০টা পর্যন্ত সুরমার পানির সমতল ৫.৯৬ মিটার যা বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।