সিলেট বিবেক ও চৌহাট্টাস্থ সিংহ বাড়ির উদ্যোগে স্মরণ সভা

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনতার কামরানকে নিয়ে যেতে হবে : ড. আবুল ফতেহ ফাত্তাহ

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনতার কামরানকে নিয়ে যেতে হবে : ড. আবুল ফতেহ ফাত্তাহ

সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক ও নগরীর চৌহাট্টাস্থ সিংহ বাড়ির আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও লোক গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনতার কামরানকে নিয়ে যেতে হবে। মরহুম কামরান সবাইকে সঙ্গে নিয়ে জীবন পরিচালিত করেছেন। এরকম নেতা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য বার বার প্রয়োজন। তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কিংবা সামজিক সংকটে যখনই তাঁকে চেয়েছি, আমরা পেয়েছি। মানুষের জন্য অকাতরে কাজ করা সেই গুণটি তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে গত ১৫ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর ও সিলেট বিবেকের প্রধান সমন্বয়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।

সিলেট বিবেকের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত স্মরণ সভার শুরুতে বদর উদ্দিন আহমদ কামরান স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্তের সঞ্চালনায় স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সিলেট বিবেকের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, নির্মাতা নিরঞ্জন দে যাদু, শিশু সংগঠক সন্তু চৌধুরী, কবি ও সাহিত্যিক মুহিবুর রহমান কিরণ, সম্মিলিত নাট্য পরিষদের সম্পাদক রজত কান্তি গুপ্ত, কবি পুলিন রায়, সিলেট বিবেকের সহ সম্পাদক প্রদীপ কুমার দেব, সুরমা খেলাঘর আসরের ধ্রুব গৌতম, শ্রুতি সিলেটের সুকান্ত গুপ্ত, কবি আবিদ ফয়সাল, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সিলেট বিবেকের নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ।

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে সিলেটের বিপুল সংখ্যক কামরান অনুরাগী ও শুভাকাঙ্খীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি