আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আউটসোর্সিং সেমিনার

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আউটসোর্সিং সেমিনার

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কোডিং ক্লাবের উদ্বোধন ও আউটসোর্সিং গাইডলাইন ফর আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস শীর্ষক সেমিনার গত সোমবার দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈগাহস্থ ইউনিভার্সিটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল আওয়াল আনসারী’র সভাপতিত্বে প্রধান অতিথি আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল হক কোডিং ক্লাবের উদ্বোধন করেন। 

কোডিং ক্লাব উদ্বোধন শেষে আউটসোর্সিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেল প্রফেসর ড. মোঃ নাজমুল হক বলেন, দেশের উন্নয়ন ও আত্ম-উন্নয়নে আউটসোর্সিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি, সফলতা বা লক্ষ্যে পৌঁছানোর ধাপই হচ্ছে আত্ম-উন্নয়ন। তিনি শিক্ষার্থীদের অভিষ্ট লক্ষে পৌঁছতে মনযোগ সহকারে লেখাপড়ার আহবান জানান।  
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ডক্টর তোফায়েল আহমদ। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাজেদ আহমদ, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল আলম মিয়া প্রমুখ। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট আইটি একডেমির ডিরেক্টর ও ফ্রি-ল্যান্সার নাজমুল হক। সেমিনারে সকল বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি