আর্থিক অনিয়মে দিনাজপুর ও সাতক্ষীরা মেয়র বরখাস্ত

আর্থিক অনিয়মে দিনাজপুর ও সাতক্ষীরা মেয়র বরখাস্ত

রয়েল ভিউ ডেস্ক:
সরকারি অর্থ তছরুপসহ নানা অভিযোগে দিনাজপুর ও সাতক্ষীরা পৌরসভা মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বরখাস্তরা হলেন দিনাজপুর পৌরসভার সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সাতক্ষীরার তাজকিন আহমেদ।

দিনাজপুর প্রতিনিধি জানান, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র তৈয়ব আলী দুলাল জানান, মেয়রের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে মেয়র সৈয়দ জাহাঙ্গীরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফিরোজ আহমেদ বলেন, মেয়রের বিরুদ্ধে ১১ জন কাউন্সিলর চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। পরে মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে।