বিশ্বনাথে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র  পুরস্কার বিতরণ

আলোকিত মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে------ শফিকুর রহমান চৌধুরী

আলোকিত মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে------ শফিকুর রহমান চৌধুরী
আলোকিত মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে------ শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের দু’চোখ ভরা স্বপ্ন। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের মধ্যে মেধাবীরা বাস করে কিন্তু মেধাবীর মধ্যে ভালো মানুষ বাস করে না। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে হবে।’

মঙ্গলবার দুপুরে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নেছার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মানব পাচার আপরাধ দমন আদালত সিলেটের স্পেশাল পিপি এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বনাথ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, এম এ মজনু-ফোরাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের ডা: আব্দুল মমিন -এর সুযোগ্য পুত্র দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী পারভেজ হাসান, প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান রায়হান। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি