আলোকিত সমাজ গঠনে রোটারি  নিরলসভাবে কাজ করে যাচ্ছে                  ------- এম আতাউর রহমান পীর

আলোকিত সমাজ গঠনে রোটারি  নিরলসভাবে কাজ করে যাচ্ছে                  ------- এম আতাউর রহমান পীর

পিডিজি লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন, মানব সেবার ব্রত নিয়ে রোটারি ক্লাবের জন্ম। মানবসেবা দিয়ে ইহকাল ও পরকালে লাভবান হওয়া যায়। রোটারি আর্তমানবতার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একটি আলোকিত সমাজ গঠনে রোটারি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
গত বুধবার রাতে নগরীর একটি হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট হিল টাউন এর    প্রেসিডেন্ট কলার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন পিপি রোটারিয়ান মো. আলা উদ্দিন ও রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি রোটারিয়ান আবুল হাসনাত। পরে রোটাবর্ষ (২০২২-২৩) এর প্রেসিডেন্ট রোটারিয়ান শফিকুল আলম চৌধুরী রোটাবর্ষ (২০২৩-২৪) এর প্রেসিডেন্ট রোটারিয়ান এমডি আব্দুল্লাহ আল মামুন এর কাছে আনুষ্ঠানিকভাবে কলার হস্তান্তর করেন। এরপর সাবেক সেক্রেটারি রোটারিয়ান জুনাব আলী বর্তমান সেক্রেটারি মিজানুর রহমান কাছে ক্লাবের চার্টার সার্টিফিকেট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিস্টেন্ট গর্ভনর রোটারিয়ান দেওয়ান আলামিন মোক্কাবির, এ্যাসিস্টেন্ট গর্ভনর রোটারিয়ান আব্দুল মুহিত দিদার।
দ্বিতীয় পর্বে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এমডি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি কামাল উদ্দিন ভুইয়া, পিপি রোটারিয়ান এনামুল হক, পিপি রোটারিয়ান সাব্বির আহমদ প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোহাম্মদ মনজুর আল বাছেত পিএইচএফ, রোটারিয়ান আক্তার চৌধুরী রুবেল, রোটারিয়ান আলমগীর হোসেন, রোটারিয়ান এনামুল হাসান খাঁন, রোটারিয়ান শান্তি রাণী সিনহা, রোটারিয়ান ফারুক হোসেন, রোটারিয়ান জাবেদ, সদস্য রোটারিয়ান হাফিজুল ইসলাম হাফিজ, রোটারিয়ান আবুল কাসেম, রোটারিয়ান মাসুক আহমদ, রোটারিয়ান আমিন উদ্দিন, রোটারিয়ান আবদুল মোকতাদির, রোটারিয়ান মো. মিলন আহমদ, রোটারিয়ান সোহেল মাহমুদ, রোটারিয়ান তাইবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি