আশ্চর্য মদ! খেলেই যৌবন যাবে থমকে

আশ্চর্য মদ! খেলেই যৌবন যাবে থমকে

রয়েল ভিউ ডেস্ক :
কোনো এক সময় ছিলো যে সময় আয়ুর্বেদিক ঔষধের রাজত্ব ছিল সবখানে। গাছপালা লতাপাতা দিয়ে তৈরি নানা ভেষজ ঔষধ মানুষের জীবন রক্ষাকারী হিসেবে কাজ করতো। এছাড়া নিজেদের যৌবন ধরে রাখতে ভেষজ ঔষধের দ্বারপ্রান্ত হতেন সবাই। ভারতীয় পুরাণে অনেক আয়ুর্বেদিক ওষুধের উল্লেখ আছে যেগুলো খেলেই যৌবন যাবে থমকে।

বহুল প্রচলিত চ্যবনপ্রাশ নামক ভেষজ মিশ্রণটির বিষয়েও প্রাচীন আয়ুর্বেদে নিরোগ শরীর ও চিরযৌবনের মহৌষধ বলে কথিত। তবে এই বিশ্বব্যাপী ভেজালের যুগে এসবই 'সোনার পাথরবাটি', বললে অত্যুক্তি হয় না। এবার নাকি আর ভাঁওতা নয়। আবিষ্কৃত হল, যৌবন ধরে রাখার 'ম্যাজিক' পানীয়। এমন এক সুরা, যা খেলেই বয়স থমকে যাবে। এটাই বিশ্বের প্রথম 'অ্যান্টি -এজিং জিন', দাবি ব্রিটেনের একটি সংস্থার।

ব্রিটেনের বিখ্যাত সংস্থা 'বামপাস অ্যান্ড পার' তৈরি করেছে এই 'অ্যান্টি এজিং' পানীয়টি। প্রচুর পরিমাণে মদ্যপান করলে চামড়ায় ভাঁজ পড়ে। অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে এই মদ খেলে, বয়স আপনার যতই হোক, দেখাবে একেবারে যুবা। পানীয়টির নাম রাখা হয়েছে 'Anti-AGin'।

সংস্থার দাবি, ৪০ শতাংশ অ্যালকোহলের সঙ্গে বিভিন্ন ভেষজের মিশ্রণে তৈরি করা হয়েছে এই জিন। ব্রিটেনের বিখ্যাত হোটেল 'ওয়ার্নার লিজার হোটেলস' অতিথিদের জন্য এই পানীয় রাখছে। 'Anti-AGin' আপাদমস্তক কোলাজেন, যা ত্বককে বৃদ্ধ হতে দেবে না। প্রসঙ্গত, কোলাজেন মানুষের শরীরেই তৈরি হয়, তবে বয়স বাড়ার সঙ্গে কোলাজেনের ক্ষরণ কমতে থাকে।

এক বোতল 'Anti-AGin' পানীয়ের দাম রাখা হয়েছে ৩৫ পাউন্ড। সংস্থার দাবি, এই মদ পান করলেই কাজ হবে, কোনও ক্রিম মাখার বা ক্যাপসুল খাওয়ার দরকার নেই। সূত্র: ওডিডি বাংলা।