ইউএনও’র নাম ভাঙিয়ে জনপ্রতিনিধি ও  শিক্ষকের নিকট চাঁদা দাবি 

ইউএনও’র নাম ভাঙিয়ে জনপ্রতিনিধি ও  শিক্ষকের নিকট চাঁদা দাবি 

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে একাধিক ব্যক্তির নিকট চাঁদা দাবি করেছে প্রতারকচক্র। গত শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের কাছে টাকা চাওয়া হয়েছে বলে ইউএনও জুয়েল ভৌমিক জানিয়েছেন।

তিনি বলেন, প্রতারকচক্রের সদস্য নিজেকে ইউএনও পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের জানায়, তাদের ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ল্যাপটপ এসেছে এবং সেটি নেয়ার জন্য শিক্ষককে টাকা পাঠাতে হবে।
পরবর্তীতে কয়েকজন শিক্ষক প্রতারকের নাম্বারে ফোন দিলে সে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বলে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ এসেছে। আপনি যদি ল্যাপটপ নিতে চান তাহলে আমার নাম্বারে কিছু টাকা বিকাশ করেন। পরে জনপ্রতিনিধি ও শিক্ষকরা আমার দাপ্তরিক নাম্বারে যোগাযোগ করলে বিষয়টি প্রতারক বলে ধরা পরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক আরো জানান, বিষয়টি নিয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।