ইউক্রেন-রাশিয়া আলোচনা: যুদ্ধ অবসানের অগ্রগতি নেই

ইউক্রেন-রাশিয়া আলোচনা: যুদ্ধ অবসানের অগ্রগতি নেই

ডেস্ক রিপোর্ট:
 রুশ অভিযানের পর তুরস্কে উত্তেজনাপূর্ণ আলোচনায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কোনো অগ্রগতি হয়নি। প্রতিবেশী ইউক্রেনে মস্কোর সর্বাত্মক হামলা তৃতীয় সপ্তাহে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো তুরস্কে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন।

বৃহস্পতিবারের এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনে মানবিক সংকটের সমাধানে কাজ করতে রাজি হয়েছে কিয়েভ-মস্কো। তবে যুদ্ধ অবসানের বিষয়ে বৈঠকের আলোচনায় তেমন কোনও অগ্রগতি আসেনি, বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনতালিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এ সময় কুলেবা বলেছেন, ইউক্রেনের মানবিক সংকটের সমাধানে প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয়পক্ষ।

তুরস্কের আনতালিয়ায় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনীয় এই মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছি, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি। কিন্তু এতে কোনো অগ্রগতি মেলেনি।’ ক্রেমলিনের কথা উল্লেখ করে কুলেবা বলেন, মনে হচ্ছে রাশিয়ায় এই বিষয়টির জন্য অন্য সিদ্ধান্তগ্রহণকারী আছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয়, যদি রাশিয়ার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য না থাকে।

ইউক্রেনের এই পররাষ্ট্রমন্ত্রী তার অঙ্গীকারের পুনরাবৃত্তি করে বলেন, ‘তার দেশ ছাড় দেবে না। আমি আবারও বলতে চাই, ইউক্রেন আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ করছে না এবং আত্মসমর্পণ করবে না।’

আনতালিয়ার এই বৈঠককে ‘কঠিন’ হিসাবে বর্ণনা করেছেন কুলেবা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বিরুদ্ধে ইউক্রেন সম্পর্কে ‘প্রথাগত আখ্যান’ আলোচনার টেবিলে আনার অভিযোগ করেছেন তিনি।কুলেবা বলেছেন, তিনি অবরুদ্ধ মারিউপোল শহরে একটি মানবিক করিডোর চালুর বিষয়ে চুক্তিতে পৌঁছে বৈঠক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু ‘দুর্ভাগ্যবশত মন্ত্রী লাভরভ এই চুক্তিতে পৌঁছানোর মতো অবস্থানে ছিলেন না।’

লাভরভ এই বিষয়টি ক্রেমলিনে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন কুলেবা। তিনি বলেন, যদি ফলপ্রসূ আলোচনা এবং সমাধান খোঁজার সম্ভাবনা থাকে, তাহলে তিনি আবারও একই ধরনের বৈঠকে বসার জন্য প্রস্তুতি নেবেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমরা কূটনৈতিক তৎপরতার জন্য প্রস্তুত। আমরা কূটনৈতিক সিদ্ধান্ত চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সমাধান না আসে, ততক্ষণ আমরা নিষ্ঠার সাথে লড়ে যাবো। রাশিয়ার আগ্রাসনের মুখে আমাদের ভূমি, আমাদের জনগণকে রক্ষায় নিজেদের উৎসর্গ করবো।’

পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধের অগ্রগতি কী– এই প্রশ্নের জবাবে লাভরভ বলেন, এটি ‘বিশেষ অভিযান’; যা পরিকল্পনা মাফিক চলছে।পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ‘বিপজ্জনক আচরণ’ করছে বলে অভিযোগ করেছেন লাভরভ। তিনি বলেছেন, এটি তাদের তথাকথিত নীতি ও মূল্যবোধের বিরোধী।

রাশিয়ার অন্য কোন দেশে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে কি না– এই প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেনি এবং অন্য দেশে আক্রমণের পরিকল্পনা নেই।