ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান

ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান

ডেস্ক রিপোর্ট:
ইউক্রেনে রুশ আগ্রাসনের দিন তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে চীনের যুদ্ধবিমান। তাইওয়ান বিমান বাহিনী জানায়, বিনা অনুমতিতে তাদের এয়ার ডিফেন্স জোনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ৯টি চীনা যুদ্ধবিমান প্রবেশ করে। খবর রয়টার্স ও দ্য গ্যাজেটের।

তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপের উত্তর-পূর্ব অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায় চীনের আটটি জে-সিক্সটিন যুদ্ধবিমান ও ১টি ওয়াই-এইট বিমান। তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বীকার করে না চীন। গত দুইবছর ধরে প্রায়ই তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ উঠেছে।

দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, গত মাসে কমপক্ষে ৩৯টি যুদ্ধবিমান প্রবেশ করে দেশটির ভূখণ্ডে। তাতে, অংশ নেয় ৩৪টি ফাইটার জেট, চারটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং একটি বোমারু বিমান। অবশ্য, চীনের তরফ থেকে অনুপ্রবেশ সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।