ইউক্রেনের খারকিভে মার্কিন ও ইউরোপীয় বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের খারকিভে মার্কিন ও ইউরোপীয় বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

রয়েল ভিউ ডেস্ক :
ইউক্রেনের খারকিভে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর দেওয়া সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর দেওয়া সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংস করেছে রুশ বাহিনী।
মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, শুক্রবার রাতভর ইউক্রেনের ১৮টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওইসব স্থাপনার মধ্যে বন্দর শহর ওডেসার কাছে অবস্থিত তিনটি গোলাবারুদের গুদাম রয়েছে।

সূত্র: আল-জাজিরা