ইউথ লাইট এসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মধ্যে রমযানের খাদ্যসামগ্রী বিতরণ

ইউথ লাইট এসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মধ্যে রমযানের খাদ্যসামগ্রী বিতরণ

রয়েল ভিউ ডেস্ক:

ইউথ লাইট এসোসিয়েশন যার অর্থ তারুণ্যের আলো সংঘ। স্কুল-কলেজের একঝাঁক তরুণদের নিয়ে ০১ এপ্রিল ২০২০ সালে এর যাত্রা শুরু। এটি মানবসেবী একটি সংগঠন,তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবায় কাজ করা, অসহায়, হতদরিদ্র ও দুস্থদের পাশে দাঁড়ানো। 

০১ এপ্রিল  তাদের দুই বছর পূর্ণ হয়, গত দুই বছরে তারা কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য- শীত বস্ত্র বিতরণ, রামাদান ফুড প্যাক, ঈদ উপহার, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং, ব্লাড ডোনেশন, অসুস্থ রোগীদের সাহায্য, করোনা মহামারীতে খাদ্যদ্রব্য বিতরণ। তরুণদের ভালোবাসার এই সংগঠন কে তারা সূদুরপ্রসারি করতে চায়। তাদের বক্তব্য তাঁদের পাশে সমাজের বিত্তবান মানুষ এসে দাঁড়ালে হয়তো আরও অনেক মানুষকে সেবা দিতে পারবেন। 

ইউথ লাইট এসোসিয়েশন কতৃর্ক আয়োজিত এ বছরের "রামাদান ফুড প্যাক" বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সমাজ সেবক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 
উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ,  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, উসমান পুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, উদয়ন যুব সংঘের সভাপতি মুহিউদ্দিন মুহি সহ ইউথ লাইট এসোসিয়েশনের উপদেষ্টা আমির রাফি,সভাপতি ফরহাজুল ইসলাম, সেক্রেটারি দিলশান এম জাসিম, সহকারী সেক্রেটারি সাদিকুজ্জামান হাজ্জাজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ রাকান, দপ্তর সম্পাদক জোয়াহির আহমেদ সাবের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহের হোসেন, অর্থ সম্পাদক ছামিউল হক মাহি,শিক্ষা বিষয়ক সম্পাদক রাহি আহমেদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন স্বপ্ন প্রমুখ।