ইকবালসহ চার আসামি আবারও ৫ দিনের রিমান্ডে

ইকবালসহ চার আসামি আবারও ৫ দিনের রিমান্ডে

রয়েল ভিউ ডেস্ক :
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনসহ চারজনকে ফের ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ইকবালসহ চার আসামিকে আদালতে হাজির করে ফের ৭দিনের রিমান্ডের আবেদন জানায় সিআইডি।

এর আগে, গত শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার জেরে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল, হাফেজ হুমায়ুন কবীর এবং ইকরামকে গ্রেফতার করে পুলিশ।