‘ইনশাআল্লাহ্ আমরা সিরিজ জিতব’

‘ইনশাআল্লাহ্ আমরা সিরিজ জিতব’

রয়েল ভিউ ডেস্ক:
টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ।ইংল্যান্ড সিরিজ শুরুর আগে গত সাত বছরে টানা সাতটি সিরিজে জয় পায় টাইগাররা।কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকরা হারে ২-১ ব্যবধানে। 

ঢাকায় পরপর দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ালেও চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।

চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায়ও জয় পায় বাংলাদেশ। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকায়। 

ওয়ানডে সিরিজে হারলেও রোববার ম্যাচ জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। 

টি-টোয়েন্টি সিরিজ জয়ের প্রত্যাশা ব্যাক্ত করে জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ বলেন, আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব।মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে,ভালো কিছু হবে।অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন।আমরা তরুণরা আছি।সব কিছু মিলে ঠিকঠাক চলছে।

হাসান মাহমুদ আরও বলেন,এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি।ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি।চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর।

রোববার বেলা তিনটায় মিরপুরে ম্যাচ শুরুর ঠিক আগের দিন শনিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে হাসান বলেন,এই মুহূর্তে টি-টোয়েন্টিতে দলে সেরা খেলোয়াড়দের সমন্বয় আমি দেখছি।আমরা সবাই খুবই উজ্জীবিত।মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত।এটা যদি আমরা ধরে রাখতে পারি এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে,যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকবে সবার থেকে।