ইসকন সিলেটে ব্যাসপূজা পালিত

ইসকন সিলেটে ব্যাসপূজা পালিত

সিলেট ইসকন মন্দিরে হাজারো ভক্তের অংশগ্রহণে ইসকনের অন্যতম জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৪তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসব পালিত হয়েছে। গত শনিবার ভগবান শ্রীনৃসিংহদেবের যজ্ঞের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই বিশেষ দিনে ইসকন সিলেট আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সকালে দর্শন আরতি ও গুরুপূজা, শ্রীল গুরুমহারাজের সুস্বাস্থ্য কামনায় শ্রীশ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞ করেন ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসকন সিলেটের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস, মোহন গোবিন্দ দাস, তমাল প্রিয় দাস, শ্রীধর প্রভু, নবীন নীল মাধব দাস, দেবেন্দ্র কেশব দাস প্রমুখ।

এরপর কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে গুরুমহারাজের মহা-অভিষেক শুরু করে। পরে ২৫’শ আইটেম রান্না করা প্রসাদ গুরুমহারাজের উদ্দেশ্যে নিবেদন করা হয়।
৭৪তম আবির্ভাব তিথিতে ৭৪ পাউন্ড ওজনের কেক কেটে পালন করা হয় গুরুমহারাজের আবির্ভাব তিথি মহোৎসব।-বিজ্ঞপ্তি