ইসকন সিলেট মন্দিরে ‘ব্যাসপূজা’ পালিত 

ইসকন সিলেট মন্দিরে ‘ব্যাসপূজা’ পালিত 

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৬ তম আবির্ভাব তিথি ‘ব্যাসপূজা উৎসব’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শ্রীল প্রভুপাদের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে নগরীর ইসকন মন্দিরে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের অধ্যক্ষ অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ইসকন সিলেট মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষিশ্রীবাস দাস ব্রহ্মচারী।
সভায় শ্রীল প্রভুপাদের জীবন ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রভুপাদকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়।
সভা শেষে প্রভুপাদের ১২৬তম ‘ব্যাসপূজা উৎসব’ উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ ও কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি