ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘকে হার্ড লাইনে দেখতে চায় বিশ্ববাসী --------দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ১৪ অক্টোবর নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম ইউনিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলি বর্বরতা থেকে হাসপাতাল, গণমাধ্যম অফিস, সাংবাদিক, মসজিদ, গীর্জা কিছুই রেহাই পাচ্ছে না। 


সভায় আগামী ১৮ অক্টোবর বেলা ২টায় কোর্ট পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভাট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহীদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি