সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

উদ্বোধনী খেলায়  জয় পেল দিরাই উপজেলা

উদ্বোধনী খেলায়  জয় পেল দিরাই উপজেলা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আনোয়ার হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম,  সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ। 
উদ্বোধনী খেলায় বালিকা অনুর্ধ্ব-১৯ দিরাই উপজেলা বনাম সুনামগঞ্জ পৌরসভার দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা দিরাই বালিকা অনুর্ধ্ব-১৯ সুনামগঞ্জ পৌরসভার দলকে ২-০ গোলে পরাজিত করে। এরপর বালক অনুর্ধ্ব-১৭ দিরাই উপজেলা বনাম  সুনামগঞ্জ পৌরসভা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বালক অনুর্ধ্ব-১৭ দিরাই উপজেলা দল সুনামগঞ্জ পৌরসভা দলকে ২-১ গোলে পরাজিত করে।