উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিল্পীরা দেশের ঐতিহ্য রক্ষায় কাজ করেন। তারা দেশ, জাতি এবং মানুষের কল্যাণের কথা বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বাউল শিল্পীদের ভূমিকা  উল্লেখ্যযোগ্য। সিলেটের বাউল শিল্পীরা বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠী অসহায় নিপীড়িত শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। 

গত ১২ মার্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি উস্তাদ নিশিকান্ত দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীতন বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম বাবু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ছড়াকার, গীতিকার ও শিশু সাহিত্যিক সিরাজ উদ্দিন শিরুল। বক্তব্য রাখেন বাউল বিরোহী কালা মিয়া, বাউল বিরহী লাল মিয়া, বাউল বশির উদ্দিন সরকার, বাউল আলী নূর, বাউল আব্দুর রহমান, আব্দুর রব। উপস্থিত ছিলেন সংগীত অনুরাগী প্রবাসী হাবিবুর রহমান হাবিব, রোকেয়া, বশির, আব্দুল বাছিত মিলন, প্রবাসী নুরুল ইসলাম, হেলাল আহমদ, সাংবাদিক আকাশ চৌধুরী, সোহেল আহমদ, গীতিকার শহিদ আহমদ প্রমুখ। 
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল সূর্য্য লাল দাশ, বাউল সুভাগ্য রুবী, বাউল সৌরভ সোহেল, বাউল সাবিনা আক্তার রুজি, কুটি আনোয়ার, বাউল বিলাল উদ্দিন সরকার, নিজাম উদ্দিন, বাউল আব্দুল মতিন, কয়েছ আহমদ, বাউল সুভাষ্য দেবী, দিলাল উদ্দিন সরকার, বাউল লাল মিয়া, বশিরউদ্দিন সরকার, বাউল দেওয়ান কালা, কবিতা রাণী, বিউটি রাণী, কয়েছ আহমদ, বাউল জমির হোসেন, সাবিনা আক্তার, নিলিমা শতাব্দী, বাউল মতিন।-বিজ্ঞপ্তি