এইচএসসির ফল প্রকাশ ॥ সিলেটে এবার পাশের হার ৭১.৬২ ভাগ 

এইচএসসির ফল প্রকাশ ॥ সিলেটে এবার পাশের হার ৭১.৬২ ভাগ 
এইচএসসি ॥ সিলেটে এবার পাশের হার ৭১.৬২ ভাগ 

সিলেট বোর্ডের এইচএসসি’র ফলাফলে প্রভাব ফেলেছে শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতা। গতকাল সোমবার প্রকাশিত সিলেট বোর্ডের ফলাফলে দেখা গেছে, ইংরেজিতে শতকরা ৮২.১৯ ভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, একাউন্টিং ও উচ্চতর গণিত ছাড়া অন্য সকল বিষয়ে পাশের হার ৯০ থেকে শতভাগ। মূলতঃ ইংরেজীর পাসের  হার জিপিএ-৫ ও শতভাগ পাসে প্রভাব ফেলেছে। সার্বিক ফলাফলে দেখা গেছে, সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ। গতবার এ বোর্ডের পাসের হার ছিল ৮১.৪০ ভাগ। 

বোর্ডে সূত্রে জানা গেছে, এবার মোট ৮৩ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ১২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫৯ হাজার ৫৩৬ জন। পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। কৃতকার্যদের মধ্যে ছেলে ২৩ হাজার ৯১৬ এবং মেয়ে ৩৫ হাজার ৬২০। গতকাল রোববার বিকেলে এ ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধমিক সিলেট বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৯ জন। এর মধ্যে ছেলে ৬১৯ এবং মেয়ে ৮৮০ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৭২টি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, গত বছর বা ২০২১ সালের সঙ্গে এবারের ফলাফলের পার্থক্য করা যাবে না। কারণ ওই সময় সংক্ষিপ্ত সিলেবাস ছিল। এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে। যে কারণে আমরা ২০১৮ ও ২০১৯ সালের পরীক্ষার সঙ্গে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলের তুলনা করছি। ২০১৮ সালে পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ১১ এবং ২০১৯ সালে পাসের হার ছিল ৬৭ দশমিক ৫ শতাংশ।

  
সিলেট বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারে ইংরেজিতে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় জিপিএ-৫ ও শতভাগ পাসে প্রভাব পড়েছে। ইংরেজিতে পাসের হার ৮২ দশমিক ১৯ শতাংশ। এ ছাড়া, বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মানবিক বিভাগের চেয়ে কম হওয়ায় ফলাফলেও এর প্রভাব পড়ছে। সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ বিষয়টি স্বীকার করেছেন। এ সমস্যা থেকে উত্তরণে মফস্বল এলাকায় ভালো ইংরেজি ও বিজ্ঞান শিক্ষকের ঘাটতি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারীর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।


প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর বোর্ডের অধীনে ৮৩ হাজার ১২৩ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৮২৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেন ১০ হাজার ৫৬১ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪ হাজার ৬৯৮ জন এবং মেয়ে ৫ হাজার ৮৬৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৩৫ জনে। এর মধ্যে ছেলে ৭০৩ এবং মেয়ে ৬৩২ জন।
মানবিক বিভাগের ৫৮ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫৮ হাজার ৩০২ জন। এর মধ্যে কৃতকার্য ৪০ হাজার ৬৪৮ জনের মধ্যে ছেলে ১৫ হাজার ২৩৮ জন এবং মেয়ে ২৫ হাজার ৪১০ জন। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২৫৮ জনে। এরমধ্যে ছেলে ৭৬ এবং মেয়ে ১৮২ জন।  

ব্যবসা শিক্ষায় ১২ হাজার ৯২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৯৯৫ জন। ওই বিভাগের কৃতকার্য ৮ হাজার ৩২৭ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৯৮০ জন এবং মেয়ে ৪ হাজার ৩৪৭ জন। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৬ জন। এরমধ্যে ছেলে ৪০ এবং মেয়ে ৬৬ জন।  
জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে : এ বছর সিলেট বোর্ডের অধীনে ৩০৮টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৯ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। এদিকে, জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৬৯৯ জনের মধ্যে ছেলে ৮১৯ জন ও মেয়ে ৮৮০ জন।


সিলেট বোর্ডে পাসের হারে শীর্ষে সিলেট : জেলাওয়ারী ফলাফল পরিসংখ্যানে দেখা গেছে, এইচএসসিতে পাসের হারে শীর্ষে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলার ৩৪ হাজার ৬৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৫৩৬ জন। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৫২ শতাংশ। সিলেট জেলা থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১০৩ জন। হবিগঞ্জ জেলার ১৫ হাজার ১৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৫৭৭ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৯৬ জন। হবিগঞ্জ জেলায় পাসের হার ৬৯ দশমিক ৫৯ শতাংশ। মৌলভীবাজার জেলার ১৭ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৭৭৭ জন। মৌলভীবাজার থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০৭ জন। এ জেলার পাসের হার ৬৫ দশমিক ৮৫ শতাংশ। সুনামগঞ্জ জেলার ১৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ২৪৩ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। সুনামগঞ্জ জেলার পাসের হার ৬৯ দশমিক ২১ শতাংশ। 


শতভাগ পাস : এ বছর সিলেট বোর্ডের অধীনে ৩০৮টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করলেও শতভাগ পাস করেছেন সিলেটের দুটি কলেজ এর শিক্ষার্থীরা। গত বছর শতভাগ পাস করেছিল ১১টি কলেজ। ২০২১ সালে শতভাগ পাসকারী কলেজ ছিল ৫৩টি। 
বিভিন্ন গ্রেডে যারা পাস করেছে : এবারের এইচএসসির ফলাফলে ‘এ’ পেয়েছে ১০ হাজার ২৬৫ জন শিক্ষার্থী, ‘এ’ মাইনাস পেয়েছে ১৩ হাজার ১৪৯ জন শিক্ষার্থী, ‘বি’ গ্রেড পেয়েছে ১৫ হাজার ২৩৯ জন শিক্ষার্থী, ‘সি’ গ্রেড পেয়েছে ১৮ হাজার ৯৩ জন এবং ‘ডি’ গ্রেড পেয়েছে ১ হাজার ৯১ জন শিক্ষার্থী।