এক নজরে দেখুন: বিপিএলে কোন দল পেলো কোন ক্রিকেটারদের

এক নজরে দেখুন: বিপিএলে কোন দল পেলো কোন ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক :
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলই তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। 

এ পর্যন্ত ড্রাফট থেকে ১০ জন করে স্থানীয় খেলোয়াড় নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

স্থানীয় খেলোয়াড়ের ঐচ্ছিক নির্বাচনে চট্টগ্রাম ও খুলনা ব্যতীত বাকি চারটি দল আগ্রহ দেখিয়েছে। 

জাতীয় দলের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছে ফরচুন বরিশাল, শামসুর রহমান ভিড়েছেন ঢাকায়।  

সিলেট সানরাইজার্সে নাদিফ চৌধুরী ও মিজানুর রহমান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসে মাহিদুল ইসলাম। নাঈম ইসলামকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এছাড়া বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে নিয়েছে কুমিল্লা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী গেছেন চট্টগ্রামে। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়েছে জাতীয় দলের অলরাউন্ড স্পিনার মেহেদী হাসান মিরাজকে।

ঢাকা নিয়েছে শফিউল ইসলামকে।

এখন পর্যন্ত ড্রাফট শেষে কে কোন দলে
 
খুলনা: 
মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম,  ইয়াসির আলি, থিসারা পেরেরা, নবীন উল হক, ভানুকা রাজাপক্ষে, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, নাবিল সামাদ, জাকির আলী, খালেদ আহমেদ, রনি তালুকদার, ফরহাদ রেজা।  

বরিশাল:
সাকিব আল হাসান, নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদি হাসান, ফজলে মাহমুদ, ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাতিলকা, ওবেদ ম্যাকয়, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, সারোয়ার হোসেন, নিরোশান ডিকভেলা, সৈকত আলী, জিয়াউর রহমান, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর।       

চট্টগ্রাম:
নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম, বেনি হাওয়েল, কেনার লুইস, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, নাঈম ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাব্বির রহমান, রেজাউর রহমান।   

কুমিল্লা:
মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম,  সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলী, কুশল মেন্ডিস, ওশান থমাস, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, সুমন খান, মাহমুদুল হাসান, নাহিদুল ইসলাম, আরিফুল হক।     

ঢাকা:
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকি, শামসুর রহমান, এবাদত হোসেন, জহুরুল ইসলাম, ইমরানুজ্জামান, আরাফাত সানি, নাঈম শেখ।     

সিলেট:
তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডার, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, জুবায়ের হোসেন, সিরাজ আহমেদ, মুক্তার আলী, অলক কাপালি, সোহাগ গাজী, এনামুল হক, শফিউল হায়াত, সানজামুল ইসলাম।