এক ম্যাচে ১০টি লাল কার্ড দেখলো আর্জেন্টিনা

এক ম্যাচে ১০টি লাল কার্ড দেখলো আর্জেন্টিনা

রয়েল ভিউ ডেস্ক:
আর্জেন্টাইন লিগ মানেই উত্তপ্ত পরিস্থিতি। এর আগেও বোকা জুনিয়রস ও রিভারপ্লেটের ম্যাচে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতি দেখা যেতো। সম্প্রতি বোকা জুনিয়রস ও রেসিং ক্লাবের ম্যাচে তৈরি হয়, বাধ্য হয়ে রেফারি ফাকুন্দো তেয়োর এক ম্যাচে ১০টি লাল কার্ড দেখান!

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবার মুখোমুখি হয় বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাব। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রেসিং-এর গোল উদযাপনকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় দু’দল।

মারামারি বন্ধ করতে রেফারি বোকার সাত জন এবং রেসিংয়ের তিনজন ফুটবলারকে লাল কার্ড দেখান। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে ছিল রেফারিসহ মাত্র ১৩ জন! ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় রেসিং ক্লাব।

তেয়োর রেফারিং ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। তবে এরই মধ্যে ১১৮ ম্যাচে ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন তিনি। আসন্ন কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বেও আছেন তিনি। ফলে বিশ্বকাপে তার পরিচালনাধীন ম্যাচগুলোতে নিয়ন্ত্রণ ধরে রেখেই খেলতে হবে দলগুলোকে।