একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে  কমিটি গঠনের আহ্বান

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে  কমিটি গঠনের আহ্বান

সাম্প্রদায়িক উগ্রতার হাত থেকে দেশকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সভায় সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ওয়ার্ড শাখা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সভায় প্রতিটি ওয়ার্ডে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের আহ্বান জানানো হয়। 
গত শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কার্যালয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সভায় এ আহ্বান জানানো হয়।

সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার করের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। 

সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক নির্মূল কমিটি সিলেট মহানগরের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, সালাউদ্দিন বক্স সালাই, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, সাংগঠনিক সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী কয়েছ, কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল কাদির পাওয়েল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কালাম আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক দেবাশীষ দেবু, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম জুয়েল, সদস্য মোঃ জালাল উদ্দিন শাবুল, গোলাম মৌলা চৌধুরী, দিনবন্ধু পাল, বদরুল ইসলাম বদরু, ইঞ্জিনিয়ার রেজোয়ান আহমদ রাজু, মো. নুরুজ্জামান জুয়েল, সাইদ ইকবাল, শাইন আহমদ, গোলাম আজম মন্জু প্রমুখ।-বিজ্ঞপ্তি