এবার সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সেবা চালুর প্রস্তাব

এবার সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সেবা চালুর প্রস্তাব
ফাইল ছবি

রয়েল ভিউ ডেস্ক:
সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সেবা চালু ও গুয়াহাটি-ঢাকা বিমান রুট পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎকালে মন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন।

মূলত উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে এ বিষয়ের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও ভারত উভয় প্রধানমন্ত্রীর আলাদা প্ল্যাটফরম গড়ে তোলার ওপর জোর দেন। সেখানে উভয় দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা থাকবে। তাদের নির্দেশ অনুসরণ করে উভয় দেশের মধ্যে সংযোগ, ঐতিহ্য ও ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক পুনর্বিবেচনা করে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা যায়।

সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ড. মোমেন শিলচর-সিলেট ফেস্টিভ্যালের প্রথম সংস্করণের অংশগ্রহণ কার্যক্রমে ভারতীয় সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় জি-২০ সভাপতির মেয়াদে অতিথি দেশ হিসাবে বৈঠকে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।