এবার হজে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন

এবার হজে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন

রয়েল ভিউ ডেস্ক:
বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন। এদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা বেশি বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল, রবিবার (৩ জুলাই) ঢাকা থেকে শেষ ফ্লাইট ছেড়ে যায়। 

এবার সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে যারা হজে গেছেন, তাদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা বেশি। ১৮ বছরের কম বয়সীদের সংখ্যা সবচেয়ে কম। হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি, ২৯ দশমিক ৬০ শতাংশ গৃহিনী। আর সবচেয়ে কম অবসরপ্রাপ্তরা, ৪ দশমিক ৯৮ শতাংশ।
 
এবারের হজযাত্রীদের ৩৭ শতাংশই ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম, ২ শতাংশ মানুষ গেছেন সিলেট বিভাগ থেকে।

হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, যা ৪ অগাস্ট পর্যন্ত চলবে।