এম সি কলেজ এইচএসসি'৯৪  ব্যাচের সভা অনুষ্ঠিত

এম সি কলেজ এইচএসসি'৯৪  ব্যাচের সভা অনুষ্ঠিত

সিলেট এমসি কলেজের এইচএসসি ১৯৯৪ ব্যাচের (শিক্ষাবর্ষ ১৯৯২-৯৩ইং) এক সভা অনুষ্ঠিত হয়েছে।  বিকেলে নগরীর জিন্দাবাজারে এক অভিজাত শপিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহপাঠিরা অংশগ্রহণ করেন। ছাতক এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন এমসি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মো. সাবের আহমদ, সিলেট সরকারী মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাক হোসেন, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার রেজাউর রফিক রতন, ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল আজিজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো.শুয়েব, ইসলামী ব্যাংক হবিগঞ্জ চুনারুঘাট শাখার ম্যানেজার আবু সাদাত মো: মওদুদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, ইসলামী ব্যাংক গোয়ালাবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ গোলাম মোস্তফা, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল ও গ্র্যাজুয়েট প্লেস-এর স্বত্বাধিকারী মো: মহি উদ্দিন ফারুক, সিলেট সরকারি টেকনিক্যাল কলেজের বিভাগীয় প্রধান (নন-টেক) রশিদ আহমদ, সিলেট লিংক ৩ এর এমডি মাসুদ রানা, চার্টার্ড একাউন্টেন্ট ইউকে প্রবাসী খালেদ বিন শহীদ, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল ইমাম রুহেল, ফেঞ্চুগঞ্জ সার কারখানার অফিসার মোঃ রিয়াজুল ইসলাম, জকিগঞ্জ গুরুসদয় উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল সুব্রত রায় প্রমুখ।

সভায় আগামী ২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় এমসি কলেজ ক্যাম্পাসে দেশে অবস্থানরত সকল বন্ধুদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি