এমসি কলেজে থিয়েটার মুরারিচাঁদের  ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

এমসি কলেজে থিয়েটার মুরারিচাঁদের  ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে বিজয়ের ৫১ বছর ও থিয়েটার মুরারিচাঁদের এক দশকে পদার্পণ উপলক্ষে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে চলা এই উৎসব পালন করবে থিয়েটার মুরারিচাঁদ।
এই উৎসবটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি সৌরভ সরকার ও সাধারণ সম্পাদক উষা কান্ত বিশ্বাস।
সকাল ১০ টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে উদ্বোধন হবে ৪ দিনব্যাপী এই উৎসবের। পরে কলেজে আনন্দ শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
আগামীকাল বুধবার সকাল ১০ টায় বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। পরদিন বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা চলবে। এ সময় পথনাটক, নাচ, গান, আবৃত্তিতে কলেজ ক্যাম্পাস মুখরিত করে তুলবে উদীচী সিলেট, থিয়েটার সাস্ট, লুব্ধক থিয়েটার, নগরনাট, দর্পণ থিয়েটার, ছন্দ নৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, এমকা, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপ ও থিয়েটার মুরারিচাঁদ।