জৈন্তাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে  : জেলা প্রশাসক মো. মজিবর রহমান 

এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে  : জেলা প্রশাসক মো. মজিবর রহমান 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, জৈন্তাপুর উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। এই দেশ আমাদের সবার। তিনি সরকারী বিভিন্ন দপ্তরে দর্শনার্থীদের মাঝে সঠিকভাবে সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

গত বৃহস্পতিবার বেলা একটায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, জনগণের ট্যাক্স’র টাকায় সরকারী কর্মকর্তাদের বেতন দেওয়া হয়। আমাদের এ বিষয়টির উপর নজর রাখা প্রয়োজন। জনগণ যাতে সেবা গ্রহণ করতে এসে হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখবেন। তিনি জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে বন্যা দুর্গত এলাকার অসহায় জনগণের জন্য ১২ মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ দেন।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সকাল থেকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। তিনি জৈন্তাপুর মডেল থানার মহিলা পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাক, ডিবির হাওর লাল শাপলা বিলের বেড়িবাঁধ, সারীঘাট ব্রিজ সংলগ্ন তামাবিল রাস্তার ভাঙ্গন অংশ, লক্ষ্মীপুর রাস্তার উন্নয়ন কাজ এবং গুয়াবাড়ি আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন। 

উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সুলতান করিম, দরবস্ত  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: হারুনুর রশিদ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগম, মানবাধিকার কর্মী ফনি ভূষণ দে। 

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংবাদিক সালমান শাহ, ইউসুফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা সীমান্ত চোরাচালান, সারী নদীর লালাখাল অংশের মামলা প্রত্যাহার, বিজিবি কর্তৃক নিরীহ মানুষের উপর হয়রানী বন্ধ করা, হরিপুর এলাকায় স্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিসহ বন্যা দুর্গতদের সহায়তায় হাওর এলাকায় বেড়িবাঁধ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি উন্নয়ন নতুন প্রকল্পের কাজ বৃদ্ধি করা, বিশুদ্ধ পানি ও জল সংকট নিরসনে প্রকল্প গ্রহণ, চারিকাটা ইউনিয়নে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে, সকালে জৈন্তাপুুর মডেল থানা পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: মজিবর রহমানকে স্বাগত জানান  থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ।