এলাকায় প্রাচীন মসজিদ পুনর্নির্মাণে বড়লেখা ফাউন্ডেশন ইউকের যুগান্তকারী পদক্ষেপ

এলাকায় প্রাচীন মসজিদ পুনর্নির্মাণে বড়লেখা ফাউন্ডেশন ইউকের যুগান্তকারী পদক্ষেপ

রয়েল ভিউ রিপোর্ট::

বড়লেখা পৌরসভার ঐতিহ্যবাহী ও  প্রাচীন জনপদ মুড়িরগুল মসজিদ পুনর্নির্মানে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মানবতাবাদী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে।

শুক্রবার এক অনাড়ম্বর আয়োজনে  মসজিদ কমিটির  হাতে মসজিদ নির্মাণে অনুদানের  তিন লাখ বিশ হাজার টাকার চেক হস্তান্তর করেন অতিথিরা।

এসময় মসজিদ কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিরা বড়লেখা ফাউন্ডেশন ইউকের নানারকম যুগান্তকারী পদক্ষেপ ও মানবতাবাদী দান অনুদানের ভুয়সী প্রশংসা করেন। এধরণের উদ্যোগে দেশ বিদেশের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। পরে অতিথিবৃন্দ মসজিদের কাজের  ভিত্তি প্রস্তর স্হাপন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী বলেন,  বড়লেখার প্রাচীন এই গ্রামে বড়লেখা ফাউন্ডেশন ইউকের অনুদানে মসজিদ নির্মাণ 
একটা যুগান্তকারী পদক্ষেপ। তিনি তার পক্ষ থেকে মসজিদ নির্মাণে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্হাপনা সম্পাদক ও বড়লেখা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।

তিনি আল্লাহর ঘর মসজিদ গড়ে তোলার মতো মহতী কাজে বড়লেখা ফাউন্ডেশন ইউকের অনুদানে প্রশংসা করে বলেন, যার যার অবস্থান থেকে মসজিদ নির্মাণে এগিয়ে আসা জরুরি। তিনি তার পক্ষ থেকে বিশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও বড়লেখা সমিতি সিলেটের কোষাধ্যক্ষ আবদুল কাদের তাপাদার বলেন,   মসজিদ আল্লাহর ঘর। এর মাধ্যমে এলাকাবাসী আলোকিত হয়ে উঠেন। মসজিদে অনুদান বা এর নির্মাণে সহায়তা করা মানে জান্নাত খরিদ করা। 
তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউকের মতো বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের এ ধরনের মহতী কাজে শরীক হওয়ার অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর আবদুল হাফিজ ললন, বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা সমিতি সিলেটের উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুর রহমান শাহীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মীর মুহিবুর রহমান ও মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দিন। 

এসময় আরো উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান,  ব্যবসায়ী ও সিলেট বড়লেখা সমিতির যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী সিলেট বড়লেখা সমিতির সহ- সাংগঠনিক সোহেল উসমান গনি,  বড়লেখা সমিতি সিলেটের   প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম ও বড়লেখা ফাউন্ডেশনে শুভাকাঙ্ক্ষী মাস্টার শামীম আহমদ, কামাল আহমদ, নোমান আহমদসহ এলাকার মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।