এশিয়া কাপের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড

এশিয়া কাপের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড

রয়েল ভিউ ডেস্ক:
আর মাত্র এক দিন, তারপরই পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১৫তম আসর। সবশেষ আসরের মতো এবারের আসরটিও বসছে সংযুক্ত আরব আমিরাতে। শ্রীলঙ্কা ক্রিকেট আয়োজনে অপারক হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে আয়োজনের দায়িত্ব দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে টুর্নামেন্টটির আয়োজক শ্রীলঙ্কাই থাকছে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন হবে এবারের এশিয়া কাপ। এর আগে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ১৩তম আসরটিও টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। 


এবারের আসরে মোট ছয়টি দল অংশ নেবে। যার মধ্য পাঁচটি দল সরাসরি অংশ নিচ্ছে। বাকি একটি দল বাছাই পর্ব শেষে নিজেদের টিকিট নিশ্চিত করেছে। বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি হলো হংকং। ভারত-পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে খেলবে হংকং। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 

চলুন এক নজরে দেখে নেই ছয় দলের চূড়ান্ত স্কোয়াড : 

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ ও নাঈম শেখ।

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফারি বন্দরসে, প্রাভীন জয়উইকরামা, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্ক, মাথিশা পাথিরানা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক) জেফরি ভ্যান্ডারসে, নুয়ান থুশারা, মহেশ থেকশান ও নুয়ানিন্দু ফার্নান্দো।

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাঈ, আজমতউল্লাহ ওমারজাঈ, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাবিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান এবং সামিউল্লাহ শেনওয়ারি। 

ভারতের এশিয়া কাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণুই, আভেশ খান, দিপক হুদা, ইয়ুজবেন্দ্র চাহাল। 

হংকংকের এশিয়া কাপ স্কোয়াড : নিজাকত খান (অধিনায়ক), কিঞ্চিত শাহ (সহ-অধিনায়ক), জিশান আলী, হারুন এরশাদ, মোহাম্মদ গজানফর, বাবর হায়াত, আফতাব হোসেন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), ইয়াসিম মুর্তজা, ধনঞ্জয় রাও, ওয়াজিদ শাহ, আয়ুস শুক্লা, অহন ত্রিবেদী ও মোহাম্মদ ওয়াহেদ।