ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে রোজার ভূমিকা অনস্বীকার্য

ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে রোজার ভূমিকা অনস্বীকার্য


স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেট নগরীতে ইফতার ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পৃথক ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, সমাজের প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ যদি মাহে রমজানের মতো অন্যান্য মাসেও আত্মসংযমের সঙ্গে সব ধরনের বিরোধ এড়িয়ে যান, তাহলে কোনো রকম সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই সমাজ জীবনে পরস্পরের প্রতি সাম্য, মৈত্রী, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির ক্ষেত্রে রোজার ভূমিকা অনস্বীকার্য।

আটাব সিলেট অঞ্চল : এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার নগরীর একটি হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আটাবেব কেন্দ্রীয় সভাপতি এ এন এম মনজুর মোর্শেদ মাহবুব।  আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন  আহমদ, আটাবের মহাসচিব আব্দুস সালাম আরেফ, ভাইস প্রেসিডেন্ট জান্নাত সালেহ, সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের  সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, এটি এম সুয়েব।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, হাব সিলেট অঞ্চলের সভাপতি জহিরুল কবির চৌধুরী শিরু, সেক্রেটারী গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মনসুর আলী খান, বিমান বাংলাদেশের জেলা ব্যবস্থাপক আব্দুস সাত্তার, সিলেটের জি এম (কার্গ) রাসেদুল করিম, আটাব সিলেট অঞ্চলের সাবেক সেক্রেটারী গিয়াস উদ্দিন আমজাদ, বর্তমান সহসভাপতি মো. আব্দুল্লাহ, সহসেক্রেটারী আমিরুল গনি, অর্থসম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য দেওয়ান রুশু চৌধুরী, খন্দকার ইশরাক আহমদ রকি, আব্দুল্লাহ এ মাসুম, লুৎফুর রহমান মোহন, খলিলুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন আব্দুল কালাম আজাদ।

৩ নম্বর ওয়ার্ড যুবলীগ : সিলেট নগরীর ৩নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই ইফতার বিতরণ করা হয়। 
৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হাসান রানার পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। 
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মুহিবুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল আহমদ, ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, রেজাউল করিম হাসান, আকিল আহমদ, মুর্শেদ আহমদ রানা, হুমায়ুন রশিদ জাবেদ, সোহাগুর রহমান, সুমন আহমদ, মো. ইশরাক হোসেন, আবির আহমদ তুষার, নাহিদ আহমদ, সুহেল আহমদ প্রমুখ। 
সিলেট টাইলস ব্যবসায়ী সমিতি : সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, সমিতির সাবেক উপজেলা আমেরিকা প্রবাসী আখলাক আহমদ শাওন।
সমিতির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান অরূপ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মামুনুর রশিদ, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান ভূইয়া রাজিব, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর রিপন প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হাফিজ সাত্তার আলী। 
ইসলামী ব্যাংক বিশ্বনাথ : বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারস্থ হোসেন কমপ্লেক্সে ব্যাংকের নতুন শাখায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক। ব্যাংকের এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মুহিব উল্লাহ ভূইঁয়ার সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার জালাল উদ্দীন আহমদ ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিম।
এইড ইউকে বিশ্বনাথ : বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বনাথে ‘বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায়’ পথচারীদের মধ্যে টানা ১৫ দিন ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান। 
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, আহমদ আলী ইরন প্রমুখ।
সিলেটস্থ তাহিরপুর সমিতি : সিলেটস্থ তাহিরপুর সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল চৌধুরী।
উপস্থিত ছিলেন তাহিরপুর সমিতি সিলেটের সাবেক সভাপতি এডভোকেট আলী হায়দার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, আব্দুল্লাহ খান, সোনালী ব্যাংক তাহিরপুর শাখার সাবেক ম্যানেজার আব্দুল গফুর, তাহিরপুর সমিতি সিলেটের সহ-সভাপতি আফিয়া বেগম আফন্দি, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইয়াহিয়া মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নারজেল হোসেন, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন (১), দেলোয়ায় হোসেন (২), মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, সহ-প্রচার সম্পাদক, কার্যকমিটির সদস্য আবুল কাশেম, মোহাম্মদ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।  
২৮ নম্বর ওয়ার্ডবাসী : সিটি কর্পোরেশনের ২৮নম্বর ওয়ার্ডবাসীর সম্মানে হাবিব হোসেন চেয়ারম্যানের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। গতকাল মঙ্গলবার বরইকান্দির একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার অনুষ্ঠিত হয়। আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ও জুয়েল আহমদ এবং শহিদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু মিয়া। 
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বরইকান্দি কামুশনা জামে মসজিদের মোতাওয়াল্লী মুজাহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, শাহনুর রহমান, সৈয়দ মৌরশ আলী,  পারভেজ মিয়া, মখতার আহমদ, আজিজ মিয়া, শামসুদ্দিন বাবু ধন, মোঃ পানসু আলী,  কামাল আহমদ, রায়হান হোসেন, রুম্মান হোসেন, রাহাত হোসেন প্রমুখ।
ইফতারে মোনাজাত পরিচালনা করেন বরইকান্দি সুনামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাওলানা মোঃ নুরুজ্জামান।
ইতালি ইয়াং স্টার : সিলেট ইয়াংস্টারের সহযোগী সংগঠন ইতালি ইয়াং স্টার শাখার উদ্যোগে রমজান উপলক্ষে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির বাণিজ্যিক নগরী মিলানের পাঞ্জাব রেস্টুরেন্টে গত সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আহ্বায়ক জুয়েল আহমদ রাজুর সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ আছকার ও যুগ্ম আহ্বায়ক সায়েক আহমদ সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট ইয়াংস্টারের উপদেষ্টা শাহ্ আলম, উপদেষ্টা কয়ছর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ রিপন, সৈয়দ মাহবুব আঁখি, সদস্য আব্দুল আজিজ রায়হান, আব্দুল আহাদ, ইকবাল হোসেন, ছরওয়ার হক রুবেল, জয়নাল আবেদীন, তানভীর, আল আমিন, ফাহিম আহমদ সায়েল আহমদ, ইকবাল, ফয়েজ আহমেদ, কাহার প্রমুখ।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল ঃ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। 
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শামসুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহমানের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিপি হুমায়ুন ইসলাম কামাল, পিপি তৈয়বুর রহমান নানু, পিপি জিয়াউল হক, পিপি আব্দুল মুকিত, পিপি এডভোকেট শহীদুল ইসলাম, পিপি সাব্বির আহমদ, পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী, রোটারিয়ান জুবায়ের আহমদ, এমদাদ হোসেন, হোসেইন আহমদ, শিশির শিকদার, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট অধ্যাপক নুরুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট তানিয়া আহমেদ, রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটির প্রেসিডেন্ট শাহজাহান সেলিম বুলবুল, রোটারিয়ান স্বপ্না বেগম, রোটারিয়ান অধ্যাপক মাসুক আহমদ। 
এ্যাসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান এম এ রহিমের সৌজন্য আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন রোটারিয়ান মোসাদ্দিক হোসেন সাজুল। বিজ্ঞপ্তি