ওসমানী থেকে চার ঘন্টা  বিলম্বে ছেড়ে গেল লন্ডনগামী ফ্লাইট

ওসমানী থেকে চার ঘন্টা  বিলম্বে ছেড়ে গেল লন্ডনগামী ফ্লাইট

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণের সময় পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজটি চার ঘন্টা পর লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ কারণে যাত্রীদের বিমানবন্দরে চরম দুর্ভোগ পোহাতে হয়। 

গতকাল রোববার সকাল ৮টা ৪০ মিনিটে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ঢাকা থেকে কয়েকজন প্রকৌশলী এসে বিমানটি মেরামত করেন। 

বেলা ২টা ৫২ মিনিটে বিমানটি (বিজি-২০১) ১৯৮ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে বলে জানান ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম । 

তিনি জানান, বিমানটির ৯টা ৪০ মিনিটে ওসমানী বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পাখির আঘাত লাগায় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর চার ঘন্টা বিলম্বে বিমানটি ২টা ৫২ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও ঢাকা থেকে ছেড়ে আসা ৮৫ জন যাত্রী নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন বলে জানান তিনি। 
বিমানবন্দর সূত্র জানায়, সিলেট থেকে ম্যানচেষ্টারগামী ফ্লাইটটিও (বিজি-২০৭) প্রায় এক ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে। এ বিমানটির ১২টা ৪৫ মিনিটে ওসমানী ত্যাগ করার কথা থাকলেও এটি ছেড়ে যায় ১টা ৫০ মিনিটে। এ বিমানের যাত্রী সংখ্যা ছিল ২১২ জন। 
এর আগে গত ৭ মার্চ সিলেট বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ধাক্কা দিলে আরেকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।