ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলা: আত্মসমর্পণের পর আবদুল্লাহ’র  জামিন ॥ অপর তিনজন রিমান্ডে

ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলা: আত্মসমর্পণের পর আবদুল্লাহ’র  জামিন ॥ অপর তিনজন রিমান্ডে

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো.আব্দুল্লাহ’র জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে আদালত গ্রেফতারকৃত তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার সকালে মো.আব্দুল্লাহ সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। মহানগর দায়রা জজ আদালতের পিপি নওশাদ আহমদ চৌধুরী আসামী মো. আবদুল্লাহ’র জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেন। 

আদালত সূত্র জানায়, গতকাল সোমবার মো. আবদুল্লাহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এসময় তার আইনজীবী তার বয়স ১৮ বছরের কম দাবি করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আগামী ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই রাতে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।
ঘটনার দিন রাতেই হামলায় জড়িত দুই জনকে পুলিশ গ্রেফতার করে। সেই সঙ্গে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুটি মামলা করে। দুটি মামলার এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত রাখা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে, ২ আগস্ট মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, কলেজ ও হাসপাতাল প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিলেও অপর আসামিদের গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে গত ৩ আগস্ট বুধবার বেলা ২টায় ২০ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেন। 
অন্যদিকে, হামলার পর দায়ের করা দুটি মামলাতেই আসামি করা হয় আব্দুল্লাহকে। সে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা।